শৈলকুপায় ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে তিনজন গণধোলাইয়ের শিকার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় স্থানীয় জনতা ৩ চাঁদাবাজকে ধরে গণধোলাই দিয়েছে। পরে তাদেরকে শৈলকুপা থানা পুলিশে সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার শৈলকুপার পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। এরা হলো শৈলকুপা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ওসমান আলীর ছেলে মিলন শেখ (৩২), পৌর এলাকার খালধার পাড়ার মোকলেস উদ্দিনের ছেলে ওহিদুর রহমান শিতল (৩৮) ও হিতামপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিন (২০)।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হাসেম খান জানান, ঝিনাইদহ থেকে মোটরসাইকেলযোগে শ্রীপুর উপজেলার শ্রীকোল নামক নির্জন স্থানে ৩ চাঁদাবাজ ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন গাড়ি থামিয়ে চাঁদাবাজি করছিলো। স্থানীয়রা তাদের চ্যালেঞ্জ করে। পরে খবর নিয়ে জানা যায় তারা ডিবি পুলিশ নয়। এ সময় জনতা তাদেরকে ধরে গণধোলাই শেষে পুলিশে দেয়।