দ্বিতীয় দিনেই ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে ভারত

মাথাভাঙ্গা মনিটর: শিখর ধাওয়ান ও বিরাট কোহলির জোড়া সেঞ্চুরির পর দ্বিতীয় দিনের শেষভাগে স্পিনারদের নৈপুণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট জয়ের স্বপ্ন দেখছে ভারত। কারণ দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে এখনো ১৮৭ রানে পিছিয়ে রয়েছে লংকানরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ১৮৩ রানের জবাবে ৩৭৫ রানে অলআউট হয় ভারত। ধাওয়ান ১৩৪ ও কোহলি ১০৩ রান করেন। ফলে প্রথম ইনিংস থেকে ১৯২ রানের লিড পায় টিম ইন্ডিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ রানেই ২ উইকেট হারিয়ে বসেছে শ্রীলঙ্কা।

প্রথম দিনেই শ্রীলঙ্কার অলআউটের পর দিন শেষে ২ উইকেটে ১২৮ রান তুলেছিলো ভারত। ফলে প্রথম ইনিংসে বড় লিড নেয়ার ইঙ্গিত দিয়েছিলো টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনেই সেটিই হয়েছে। আর তা সম্ভব হয়েছে ধাওয়ান ও কোহলির ধৈর্যশীল দুটি বড় ইনিংসের কল্যাণে। দিনের শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের বুঝেশুনে খেলছিলেন ধাওয়ান ও কোহলি। তা করতে গিয়ে রান তোলায় একটুকুও কার্পন্য করেননি তারা। প্রথম সেশন শেষে ভারতের সংগ্রহ দেখে তা ভালোই বুঝা যাচ্ছিলো। ২৯ ওভারে ৯৯ রান তুলেন তারা। এসময় শ্রীলঙ্কাকে সাফল্য দেয়ার বেশ কটা সুযোগ দিয়েছিলেন ধাওয়ান ও কোহলি। ক্যাচ উঠা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেননি স্বাগতিক ফিল্ডাররা।

জীবন পেয়ে দিনের দ্বিতীয় সেশনেই সেঞ্চুরি স্বাদ নেন ধাওয়ান ও কোহলি। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির স্বাদ পান ধাওয়ান। আর টেস্ট ক্যারিয়ারের ১১তমবারের মতো তিন অঙ্কে পা দেন কোহলি। সেঞ্চুরির পর বেশিক্ষন ক্রিজে থাকতে পারেননি কোহলি। ১১টি চারে ১০৩ রানের ইনিংসটি সাজান ভারত দলপতি। আর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ধাওয়ান ফেরার আগে করেন ১৩৪ রান। তার ইনিংসে ১৩টি বাউন্ডারি ছিলো। শেষদিকে ভারতের ইনিংসে সামনের দিকে টেনেছেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। বড় ফরম্যাটে প্রথম হাফ-সেঞ্চুরি স্বাদ নিয়ে ৬০ রানে থামেন তিনি। আর শেষ পর্যন্ত ভারত গুটিয়ে ৩৭৫ রানে। শ্রীলঙ্কার পক্ষে থারিন্ডু কৌশল ১৩৪ রানে ৫ উইকেট শিকার করেন।

১৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মহাবিপদে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ও দ্বিতীয় ওভারের পঞ্চম বলে স্বাগতিকদের দু ওপেনারকে ফিরিয়ে দেন রবীচন্দ্রন অশ্বিন ও অমিত মিশ্র। দিমুথ করুনারত্নে শুন্য রানে অশ্বিনের এবং কৌশল সিলভাও কোন রান না করেই মিশ্রার শিকার হন।

শ্রীলঙ্কা- ১৮৩ ও ৫/২ (ধাম্মিকা প্রসাদ ৩* ও কুমার সাঙ্গাকারা ১*)। ভারত-৩৭৫/১০, ১১৭.৪ ওভার (শিখর ধাওয়ান ১৩৪, বিরাট কোহলি ১০৩, থারিন্দু কৌশল ৫/১৩৪)।

Leave a comment