চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাসিক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, বিজিবি-৬ উপঅধিনায়ক মেজর আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম। আরও উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, প্রচার সম্পাদক জেলা জজকোর্টের পিপি অ্যাড. শামশুজ্জোহা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আনোয়ারুজ্জামান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী, জেলা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইফতে খারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, জেলা এনএসআই’র উপপরিচালক আবু জাফর, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিদর্শক আতিয়ার রহমান, বিআরটিএ চুয়াডাঙ্গা জেলা সার্কেলের সহকারী পরিচালক ফয়েজ উদ্দিন, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন, বাস-ট্রাক মালিক মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, জেলা কমাডেন্ট আনসার ও ভিডিপি অফিসার গোলাম মোহা. মুজিবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে গত জুলাই মাসের জেলার সকল অপরাধ চিত্র তুলে ধরা হয় এবং জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আদায়কৃত মোট জরিমানা, বিজিবি-৬ কর্তৃক জব্দকৃত মালামালের মোট মূল্য, পুলিশ কর্তৃক জব্দকৃত মালামালের মোট মূল্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদকদ্রব্য অপব্যবহার ও চোরাচালান রোধকল্পে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আদায়কৃত মোট জরিমানাসহ নিষ্পত্তি ও প্রক্রিয়াধীন মামলার বিবরণ প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন- চুয়াডাঙ্গায় কোনো রেজিস্ট্রেশনবিহীন যানবাহন থাকবে না। চোরাচালান রোধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের ধরতে পুলিশি অভিযান জোরদার করতে হবে। চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস দালালমুক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া শহরে যানজট রক্ষার্থে অবৈধ যান আটক ও জরিমানা করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, বিজিবি-৬ উপঅধিনায়ক মেজর আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, প্রচার সম্পাদক জেলা জজকোর্টের পিপি অ্যাড. শামশুজ্জোহা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আনোয়ারুজ্জামান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী, জেলা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইফতে খারুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গা জেলা সার্কেলের সহকারী পরিচালক ফয়েজ উদ্দিনসহ প্রমুখ।