দামুড়হুদায় ফেনসিডিল ও মদসহ পাচারকারী গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি : দামুড়হুদায় ১০ বোতল ভারতীয় মদ ও ৬ বোতল ফেনসিডিলসহ আশাদুল (৪০) নামের এক মাদকপাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি। সে দর্শনা আকন্দবাড়িয়া গ্রামের মৃত বাদল মালিতার ছেলে। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে কানকাটা ব্রিজের নিকট থেকে তাকে ১০ বোতল মদ ও ৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। এ ঘটনায় নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক কাজী হান্নান বাদি হয়ে আটক মাদকপাচারকারী আশাদুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। এছাড়া একই সময়ে দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার জিরাট গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।