কুষ্টিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর থানায় গাড়ি ভাঙচুরের একটি মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিনি সদর আমলি আদালত-১’র বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন। আদালতের কার্যক্রম শেষে কিছু সময় পর কামাল উদ্দিনকে কুষ্টিয়া কারাগারে নেয়া হয়। এ সময় আদালত চত্বরে ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

পুলিশ সুত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলের সময় শহরের বড়বাজারে সংঘর্ষের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরে একটি মামলা করে মডেল থানা পুলিশ। এ মামলায় গত ১৬ জুলাই কামাল উদ্দিন হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিন লাভ করেন। হাইকোর্টের দেয়া জামিন শেষে তিনি বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।