প্রতিবেশীর ঝগড়া আপন ঘরে টেনে এনে স্বামী-স্ত্রী দুজনই এখন হাসপাতালে

স্টাফ রিপোর্টার: প্রতিবেশীর ঝগড়া আপন ঘরে টেনে এনে স্বামী-স্ত্রী দুজনই এখন হাসপাতালে। স্বামী পান্না তার স্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে। ফলে তাকে যেমন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করতে হয়েছে, তেমনই স্বামীর লাঠিপেটায় গুরুতর আহত হওয়ায় স্ত্রী হুসনে আরাকেও হাসপাতালে নিতে হয়েছে।

পান্না চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বড় পুটিমারী গ্রামের সাদেক আলীর ছেলে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে সে বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালায়। এর আগে সে তার স্ত্রী হুসনে আরাকে বেদম লাঠিপেটা করে। কেন? হুসনে আরা ও পান্নার শয্যাপাশে থাকা নিকজনেরা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, প্রতিবেশী বাদশার সাথে তার স্ত্রী বিপাশার মধ্যে দাম্পত্য কলহ দানা বাধে। এটা মেটাতে ভূমিকা রাখেন পান্না। এতে তার স্ত্রী হুসনে আরা আপত্তি তুলে বলে ওদের ঝামেলা তোমার মেটানোর দরকার কি? এতে পান্না ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে নির্মভাবে পিটিয়ে আহত করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর পরই পান্না বিষপান করে। ফলে স্বামী-স্ত্রী দুজনকেই নিতে হয় হাসপাতালে।

Leave a comment