গাংনীর আশরাফ ভেন্ডার হাজতমুক্ত : ফুলের মালা দিয়ে বরণ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর স্ট্যাম্প ভেন্ডার আশরাফুল ইসলামসহ তার ২৮ জন সমর্থক সাড়ে তিন মাস পর হাজতমুক্ত হয়েছেন। উচ্চাদালত থেকে জামিন পেয়ে গতকাল বুধবার বিকেলে তিনি মেহেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পেলে গাংনী বাসস্ট্যান্ডে ফুলের মালা দিয়ে বরণ করেন তার সহকর্মী-সমর্থকরা। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের বাড়িতে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারের পর গতকাল আশরাফুল ইসলামসহ তার কর্মী-সমর্থকরা জামিন পান। জেলা কারাগারের সামনে তাকে প্রথম দফায় ফুলের মালা দিয়ে বরণ করা হয়। বিকেলে একটি গাড়ি বহরে আশরাফুল ইসলাম গাংনী শহরে পৌছুলে শহীদ রেজাউল চত্বরে আনুষ্ঠানিকভাবে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।

গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। তিনি বলেন, নিরাপরাধ বেশ কিছু লোক আশরাফুলের সাথে জেলহাজতে ছিলেন। আশরাফুল ইসলাম একজন নির্যাতিত মানুষ। নির্যাতিত মানুষের সহযোগী হিসেবে তিনি আশরাফুলের পাশে দাঁড়িয়েছেন। আশরাফুল ইসলাম বলেন, মানুষের ভালোবাসা নিয়েই তিনি সামনের দিনে আওয়ামী লীগের রাজনীতি করতে চান। এ ভালোবাসার শক্তি দিয়েই তিনি মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেছেন। তিনি বিভিন্ন অভিযোগ তুলে মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও এমপির পিএস সাইফুজ্জামান শিপুর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ধানখোলা ইউপি আ.লীগের সভাপতি আলী আজগর, সাহারবাটি ইউনিয়ন আ.লীগের সভাপতি নুরুল ইসলাম, গাংনী পৌর কাউন্সিলর যুবলীগ নেতা নবীর উদ্দীন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম, যুবলীগ নেতা আতিয়ার রহমান বান্টু, আনারুল ইসলাম বাবু, শফি, জহরুল ইসলাম, হাসু ও সাইফুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সৈনিক লীগের যুগ্মআহবায়ক ফারুক হাসান।