বেগুয়ারখালীর আজিত হত্যামামলার এজাহারভুক্ত আসামির পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ?

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বেগুয়ারখালী গ্রামের কৃষক আজিজুল হক আজিত হত্যামামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মোজাহারকে বাঁচাতে মাঠে নেমেছে একই গ্রামের হায়েত? জামিনে মুক্ত হয়ে হায়েত মোজাহারের স্ত্রীকে সাথে নিয়ে মোজাহারকে মুক্ত করতে গ্রামবাসীর গণস্বাক্ষর আদায়ে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বলেছে, হায়েতের ভয়ে সকলেই গণস্বাক্ষরপত্রে স্বাক্ষর দিচ্ছেন।

জানা গেছে, গত ১ আগস্ট রাতে আলমডাঙ্গা উপজেলার বেগুয়ারখালী গ্রামের মৃত আমোদ আলীর ছেলে আজিজুল হক আজিতকে (৩৫) ঘরের বারান্দায় চৌকির ওপর ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ঘাতকরা চলে যাওয়ার সময় রাস্তায় উঠে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় নিহতের স্ত্রী রেহেনা খাতুন বাদী হয়ে একই গ্রামের মৃত হেকমত আলীর ছেলে মোজাহার আলীসহ আলমডাঙ্গা থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাত ২ জনকে আসামি করে এজাহার দায়ের করেন।

নিহতের পরিবারের অভিযোগ, ওই হত্যামামলার এজাহারভুক্ত আসামি মোজাহার আলীর বোনাই একই গ্রামের মৃত মুনসুরের ছেলে হায়েত। যাকে এলাকাবাসী হায়েত গ্যাঙ প্রধান বলেই চিনতো। দীর্ঘদিন জেলহাজতে থাকার পর হায়েত জামিনে মুক্তাবস্থায় আছে। প্রতি সপ্তায় আলমডাঙ্গা থানায় হাজিরা দেয়ার শর্তে। হায়েত মোজারকে বাঁচাতে মাঠে নেমেছে। মোজাহার আলীর স্ত্রীকে সাথে নিয়ে হায়েত আলী গ্রামবাসীর গণস্বাক্ষর গ্রহণ করছে। হায়েতের ভয়ে অনিচ্ছায়ও গ্রামবাসী স্বাক্ষরপত্রে স্বাক্ষর করছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। এ ব্যাপারে অসহায় পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।