আলমডাঙ্গা কলেজপাড়ার জসিম ওরফে বুড়োর বিরুদ্ধে প্রতিবন্ধী ভিক্ষুকের টাকা আত্মসাৎ করার অভিযোগে থানায় মামলা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কলেজপাড়ার জসিম ওরফে বুড়োর বিরুদ্ধে প্রতারণাপূর্বক প্রতিবন্ধী ভিক্ষুকের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।

লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর শহরের কলেজপাড়ার প্রতিবন্ধী শফিকুল ইসলাম ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। প্রায় ৪ বছর আগে একই পাড়ার মৃত জুলমত আলীর ছেলে জসিম ওরফে বুড়ো নানা প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী ভিক্ষুকের বহু কষ্টে তিল তিল করে সঞ্চয় করা ১৬ হাজার টাকা ঋণ হিসেবে নেয়। ১৫ দিনের মধ্যে সে টাকা ফেরত দেয়ার কথা বলে নিলেও দীর্ঘ প্রায় ৪ বছর পার হলেও সে টাকা ফেরত দেয়নি জসিম ওরফে বুড়ো। আজ না কাল দেবো, এভাবে ঘুরিয়ে অবশেষে সম্প্রতি টাকা ফেরত দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। এরপরও টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকিসহ নানা ভয়ভীতি দেখাচ্ছে। এমন অভিযোগ তুলে প্রতিবন্ধী শফিকুলের স্ত্রী ফাহিমা খাতুন আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।