টিপ্পনী:

 

খবর: (যশোর বোর্ডে ভয়াবহ ফল বিপর্যয়)

 

পড়া-শোনা কেউ করো না দেখি

রাত বিরাতে আড্ডা মারো ফোনে

খাতায় শুধু গোল্লা ভরা এ কী

কষ্টে কাঁদে বাবা-মা যেই শোনে!

 

কলেজে যাও ঘুরে বেড়াও পার্কে

তোমার সাথে রগড় করে আর কে

সব জানা যায় সব বোঝা যায় শেষে

যখন গেলে ফেঁসে!

 

ফেল করেছো বেশ বাবাজি বেশ

বেশ মামুনি বেশ

তেশ মেরেছো তেশ

করলে জীবন শেষ!

 

-আহাদ আলী মোল্লা