চুয়াডাঙ্গা জেলায় প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠদের নামের তালিকা ঘোষণা : বিভাগীয় পর্যায়ে বাছাই ১৪ আগস্ট

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলায় প্রাথমিক শিক্ষা বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। গতকাল সোমবার তাদের নাম চূড়ান্ত করে বিভাগীয় পর্যায়ে নির্বাচনের জন্য নাম পাঠানো হয়েছে। আগামী ১৪ আগস্ট শুক্রবার খুলনায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের জন্য বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন জীবননগর দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুর রহমান, শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা ওল্ড জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ জেবীন, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় দামুড়হুদার পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী পারকৃঞ্চপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ কাব শিক্ষক মফিজুর রহমান, শ্রেষ্ঠ কর্মচারী আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর নাসরিন বিশ্বাস, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলমডাঙ্গার হাফিজুর রহমান, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার আলমডাঙ্গার আবু হাসান, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্য কমাতে হয়েছে এ ধরনের বিদ্যালয় আলমডাঙ্গার কয়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ ব্যাপারে জানতে চাইলে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী পারকৃঞ্চপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম বলেন, খবরটা জানতে পেরে ভালো লাগছে। এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠদের নামের তালিকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য পাঠানো হবে।