চুয়াডাঙ্গার দোস্ত বাজারে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ!

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের দোস্তবাজারে সরকারি জায়গা দখল করে সাজ্জাদ হোসেন নামের এক ব্যাক্তি পাঁকা দোকানঘর নির্মাণ করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। কোনো কিছুকে তোয়াক্কা না করে সরকারি জায়গা দখল করে পাঁকা দোকানঘর নির্মাণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে বাজারের লোকজন।

অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামের গুলু শেখের ছেলে সাজ্জাদ হোসেন দোস্ত বাজারে সরকারি জমি দখল করে দুটি পাঁকা দোকানঘর নির্মাণ করে। সরকারি জায়গা দখল করে পাঁকা ঘর নির্মাণ করলেও যেন দেখার কেউ নেই।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত এসিল্যান্ড কেএম মামুন উজ্জামান বলেন, সরকারি জায়গা দখল করে কেউ কিছু করলে তা অবশ্যই দখল মুক্ত করা হবে। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দৃষ্টি দেবেন বলে স্থানীয়রা মনে করেন।