ভ্রাম্যমাণ আদালতে দু মাদককারবারীর দু বছরের জেল

দামুড়হুদার বড়বলদিয়া ও দর্শনা নিমতলা বিজিবির মাদকবিরোধী অভিযান

 

দর্শনা অফিস: দর্শনার নিমতলা ও দামুড়হুদার বড়বলদিয়া বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়েছে। বড়বলদিয়া বিজিবি সদস্যরা ফেনসিডিলসহ কোনো মাদককারবারীকে আটক করতে না পারলেও দর্শনা নিমতলা বিজিবি সদস্যরা মদসহ আটক করেছে ২ মাদককারবারীকে। ভ্রাম্যমাণ আদালত ২ মাদককারবারীকে ২ বছরের জেল দিয়েছেন। গতকাল শনিবার ভোর ৪টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েক কাজী আব্দুল হান্নান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান জীবননগর উপজেলার সিংনগর পঞ্চগাড়ি মাঠে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ওই মাঠ থেকে আটক করা হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গাংপাড়ার রমজান আলীর ছেলে সেলিম ও মিজানুরের ছেলে বিপুলকে। এ সময় আটককৃতদের কাছ থেকে ৮২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি সদস্যরা। আটককৃতরা জিজ্ঞাসাবাদে বলেছে, এ মদ আবুল বাশার ওরফে পাপ্পু খোঁড়ার। বিজিবি পাপ্পু খোঁড়াকে আটকের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে। গতকাল শনিবার সকালে জীবননগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজের ভ্রাম্যমাণ আদালতে আটককৃত সেলিম ও বিপুলকে হাজির করা হলে ২ জনের ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক। এ দিকে বিপুল ও সেলিমের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বিজিবি সদস্যরা তাদের বাড়ি থেকে ধরে নিয়ে মদসহ আটক দেখাচ্ছে। আটকের সময় তারা একটি বাইসাইকেল নিয়ে যায়। সে সাইকেলটি বর্তমানে বিজিবির সোর্স সামাদের বাড়িতে আছে। নিমতলা বিজিবির একই দল গত শুক্রবার রাত ২টার দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে জীবননগরের রতিরামপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ৬শ বোতল ফেনসিডিল। এদিকে দামুড়হুদার বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার মোখলেসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ছোটবলদিয়া মাঠে মাদকবিরোধী অভিযান চালান রাত ৩টার দিকে। বিজিবি সদস্যরা মাঠ থেকে উদ্ধার করে ২৮ বোতল ফেনসিডিল।