মানুষের কল্যাণে কাজ করতে হবে
দর্শনা অফিস: দর্শনা রামনগর দাসপাড়া পূজা মন্দিরে আর্থিক অনুদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মন্দির উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রসাশক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু।
তিনি বলেন, আ.লীগ সরকার ধর্ম নিরপ্রেক্ষতায় বিশ্বাসী। এ দেশের সব ধর্মের মানুষ সমানভাবে তাদের ন্যায্য অধিকার ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সকলকে। তাই আসুন ধর্মবর্ণ নির্বিশেষে সম্প্রীতির বাঁধনে আবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করি। উন্নয়ন কমিটির সভাপতি অনন্ত দাসের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- আ.লীগ নেতা মোমিনুল ইসলাম, মোজাহারুল ইসলাম, আ. রফিক কাবি, হাজি আবুল হোসেন, হাতেম মণ্ডল, ফয়সাল, খায়রুল, রফিকুল আলম, চিত্ত রঞ্জন দাস, শ্যামল দাস, বিপুল কুমার, বিশুদাস, নিরমল দাস প্রমুখ। মন্দিরের উন্নয়নের জন্য মাহফুজুর রহমান মনজু অর্থিক অনুদান প্রদান করেন।