খবর: (বাসায় ঢুকে ব্লগার নিয়লয়কে জবাই করে খুন)
রাতের বেলায় বেডে শুয়েও
গলায় ওঠে ছুরি,
রাত পোহালেই পুলিশে নেয়
সকল বাহাদুরি!
রাস্তা পথে হাঁটলে বিপদ
মুণ্ডু পড়ে কাটা,
মুচকি হেসে সরে গিয়ে
পুলিশে দেয় টাটা!
আইন কানুন বাকশে ভরা
রক্ত ঝরে বাইরে
সবখানে ভাব খতম খতম
বাঁচার উপায় নাইরে!
-আহাদ আলী মোল্লা