চুয়াডাঙ্গার খেজুরায় গোরস্তানের নামে জোরপূর্বক জমি জবরদখলের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: গোরস্তান করার নামে অন্যের জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে খেজুরা গ্রামের হাসান মেম্বারের বিরুদ্ধে। একই গ্রামের মসলেম উদ্দিনের জমি জোরপূর্বক দখল করে পাকা পাঁচিল দিয়ে ঘিরে নিয়েছেন মেম্বার ও তার লোকজন। গ্রামের লোকজন এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ করলেও মেম্বার ও তার লোকজ তা আমলে নিচ্ছেন না।

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের খেজুরা গ্রামের মৃত মকছেদ আলী সর্দারের ছেলে বৃদ্ধ মসলেম উদ্দিন অভিযোগ করে বলেছেন, আমরা দরিদ্র ও দুর্বল মানুষ। গোরস্তান করার নাম করে গোরস্তানের পাশে থাকা আমার ১২ শতক জমি জোরপূর্বক নিয়ে নিতে চান গ্রামের প্রভাবশালী হাসান মেম্বার ও তার লোকজন। আমরা দীর্ঘদিন ধরে তার কাছে বিনয়ের সাথে জানিয়েছি জমি দেয়া সম্ভব নয়। এ ব্যাপারে শনিবার সকালে গ্রামে সালিসও বসে। সালিস শেষ হওয়ার পরপরই জোরপূর্বক হাসান মেম্বার ও তার লোকজন পাকা পাঁচিল দিয়ে আমার জমি ঘিরে নেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। কিন্তু পুলিশের কথাও তারা শুনছেন না।