স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ শহরের সাব-রেজিস্ট্রি অফিসের পাশ থেকে দেশীয় অস্ত্রসহ শামীম হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়ণপুর গ্রামের হামিদ আলী বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, রাতে সাব-রেজিস্ট্রি অফিসের পাশের পুরনো ডাকবাংলোয় কয়েকজন দুর্বৃত্ত অবস্থান করছিলো। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি চাপাতি ও পাঁচটি হেঁসোসহ শামীমকে আটক করে। তবে এ সময় তার সঙ্গীরা পালিয়ে যায়।
ওসি আরো জানান, আটক শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলা গ্রাম থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি বোমা উদ্ধার করে। উল্লেখ্য মঙ্গলবার রাতে ১৮ মাইল নামক স্থানে যুবলীগ নেতা টিপুর ওপর বোমা হামলা করে দুবৃর্ত্তরা।