চুয়াডাঙ্গায় টিটিসির আনুষ্ঠানিক উদ্বোধন : কম্পিউটারসহ তিনটি বিষয়ে প্রশিক্ষণ শুরু

chuadanga TTC 1(06-08-15)

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার ভীমরুল্লায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক সায়মা ইউনুস কম্পিউটারের বাটন টিপে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এ উপলক্ষে টিটিসি চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

উদ্বোধন শেষে টিটিসির অধ্যক্ষ আবুল হাসেম ফকিরের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রধান অতিথির বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ইন্সট্রাক্টর প্রিয়াংকা সাহা। অন্যান্যের মধ্যে ইন্সট্রাক্টর ভোজন সাহা ও এলাকাবাসীর পক্ষে মনিরুজ্জামান বক্তব্য রাখেন। আলোচনাসভায় ইন্সট্রাক্টর সাখাওয়াত হোসেনের উপস্থাপনায় কোরআন তেলাওয়াত করেন ইন্সট্রাক্টর আল আমিন। এ সময় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওলিউল্লাহ, চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আলী চান্দু ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, চাহিদা ভিত্তিক ট্রেডগুলো শিখে বিদেশে গেলে কর্মসংস্থানের সুযোগ হবে। সে কারণে দক্ষ জনবল গঠনে সরকার টিটিসির মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। বর্তমান কম্পিউটারের যুগ। ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন সুবিধা পাচ্ছি। এ কোর্স আপনাদের উপকারে লাগবে। পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিলে সফলভাবে প্রতিষ্ঠানটি এগিয়ে চলবে।

অধ্যক্ষ জানান, প্রাথমিকভাবে ছয়মাস মেয়াদী কম্পিউটার অপারেশন, জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস, ওয়েল্ডিং ও ফেব্রিকেশন কোর্স চালু করা হয়েছে। কম্পিউটারের জন্য এসএসসি এবং অন্যান্য কোর্সের জন্য জেএসসি বা সমমানের পাস করতে হবে। এছাড়া বিদেশে জনশক্তি রফতানির জন্য হাউস কিপিং প্রশিক্ষণ চলছে। টিটিসিতে ইংলিশ স্পিকিং কোর্স চালু করা হবে। শিক্ষক ও মালামাল অপ্রতুলতার কারণে গার্মেন্টস, ইলেকট্রনিক্স, মেশিন টুলস অপারেশন ও অটোমেটিভ চালু করা যায়নি। প্রথমবারে কম্পিউটার অপারেশনে ৪৪ আসনের বিপরীতে ৩৬ জন, ইলেকট্রিক্যালে ৪৪ আসনের বিপরীতে ৪ জন এবং ওয়েল্ডিংয়ে ৩৩ আসনের বিপরীতে ২ জন ভর্তি হয়েছে। অটোমেটিভ বিভাগে ৩৩ আসনের বিপরীতে কেউই ভর্তি হয়নি। চুয়াডাঙ্গা শহরের ভীমরুল্লায় ২০১২ সালে টিটিসি’র নির্মাণ কাজ শুরু হয়। ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রতিষ্ঠানটি দক্ষ জনশক্তি তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Leave a comment