প্রধান শিক্ষকদের পূর্ণাঙ্গ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদমর্যাদা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি প্রধান শিক্ষকদের পূর্ণাঙ্গ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদমর্যাদা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি পেশ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়। এ সময় জেলা প্রশাসক সায়মা ইউনুস যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস ব্যক্ত করেন।

প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্মআহ্বায়ক স্বরুপ দাস স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, বেতন বৈষম্য দূর করে জাতীয় বেতন স্কেল ২০০৯’র দশম গ্রেডে ৮০০০ -১৬৫৪০/- টাকার স্কেলসহ গেজেটেড কর্মকর্তা হিসেবে শিক্ষকদের নামীয় গেজেট প্রকাশ করা, টাইমস্কেলপ্রাপ্ত শিক্ষকদের করেসপন্ডিং স্কেলে বেতন নির্ধারনের সময় অর্থমন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা জারি করা, প্রধান শিক্ষক পদে নতুন নিয়োগ ও পদোন্নতি পিএসসির আওতাভুক্ত রাখা, শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান চালু করা, প্রাথমিক শিক্ষা সম্পর্কিত বিভাগীয় নীতি নির্ধারণীর ক্ষেত্রে প্রধান শিক্ষকদের সাংগঠনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলার চুয়াডাঙ্গা জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন, সিনিয়র সহসভাপতি হাসানুল আলম, সহসভাপতি কুতুব উদ্দিন, সহসম্পাদক আকবর আলী, চুয়াডাঙ্গা সদর উপজেলার সাধারণ সম্পাদক মুকুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল মোমেন, মোস্তফা, জীবননগর উপজেলার সভাপতি শামিম আক্তার, সহসভাপতি আলামিন, আলমডাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক শামসুর রহমান, মেহেদী রেজা, হারুন অর রশিদ, মোছা. লিপি, আজিজ, আলহেলালসহ বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক শিক্ষকবৃন্দ।