ভারতের মধ্যপ্রদেশে রেল দুর্ঘটনায় নিহতের ২৮

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হল ২৮ জনে। এছাড়া আহত হয়েছেন শতাধিক যাত্রী। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বুধবার সকালে এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে আহতদের সুস্থতা প্রার্থনা করেছেন। অন্যদিকে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং রেলমন্ত্রী সুরেশ প্রভুর ইস্তফা দাবি করেছেন। মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটে মধ্যপ্রদেশের হারদার কাছে খিরকিয়া এবং ভিরাঙ্গি স্টেশনের মাঝে এ দুর্ঘটনা ঘটে। মাচক নদীর ওপর রেলসেতুর ওপরে একই জায়গায় কামায়নি এক্সপ্রেস এবং জনতা এক্সপ্রেস লাইনচ্যুত হলে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেন দুটি। পুলিশ জানায়, মুম্বাই থেকে বারানসিগামী কামায়ানি এক্সপ্রেসের ১০টি বগি এবং জাবালপুর থেকে মুম্বাইগামী জনতা এক্সপ্রেসের ৫টি বগি মাচক নদীতে পড়ে যায়। প্রবল বৃষ্টিতে রেল লাইনে ধস নামার ফলে এ রেল দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে প্রকাশ। রেলমন্ত্রী সুরেশ প্রভু এ দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। ১৫০ সেনা জওয়ানের একটি দল উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু দু লাখ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেয়ার কথা ঘোষণা করা হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজে সেনাবাহিনীর পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং নৌবাহিনীর সাহায্য নেয়া হয়েছে। রেলমন্ত্রী সুরেশ প্রভু আজ সংসদে দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেবেন।