বাগেরহাটের দু রাজাকারের মামলার রায় ১১ আগস্ট

 

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার ও খান আকরাম হোসেনের বিরুদ্ধে মামলার রায় ১১ আগস্ট। গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন। আরেক আসামি লতিফ তালুকদার গত ২৭ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যাওয়ায় তার মামলার কার্যক্রমও সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এর আগে গত ২৩ জুন উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন রায় অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে হত্যা, গণহত্যা ও লুণ্ঠনসহ মোট সাতটি অভিযোগ রয়েছে এ তিন আসামির বিরুদ্ধে। গত বছরের ৫ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই তিন আসামির যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। গত বছরের ২ ডিসেম্বর থেকে গত ২৯ মার্চ পর্যন্ত তিন আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হেলাল উদ্দিনসহ ৩২ জন রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন। এরপর আসামিপক্ষে সাক্ষ্য দেন পাঁচজন সাফাই সাক্ষী। এরপর  এই মামলায় রাষ্ট্রপক্ষ তিন ও আসামিপক্ষের আইনজীবীরা দু কার্যদিবসে যুক্তিতর্ক উপস্থাপন করেন।