জীবননগরে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমপি টগর

 

শেখ হাসিনার যোগ্য নের্তৃত্বে দেশ উন্ননের পথে এগিয়ে যাচ্ছে

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজি মো. আলী আজগার টগর বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বিজয় আমরা অর্জন করেছি, তার সুফল দেশের সাধারণ মানুষের ঘরে পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সবসময়ই উন্নয়নে বিশ্বাসী। তাই নির্বাচনী ইস্তেহার অনুযায়ী সমস্ত প্রতিশ্রুতিই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে প্রাকৃতিক ভারসম্য রক্ষায় নানামুখি উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক ভারসম্য রক্ষায় প্রত্যেককে বসতবাড়ির আশেপাশে ও পতিত জমিতে গাছ লাগিয়ে নতুন সোনার বাংলা গড়তে স্বোচ্চার হতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তার নেতৃত্বে বাংলাদেশ কৃষি, স্বাস্থ, শিক্ষাসহ প্রতিটি সেক্টরে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার সময় জীবননগর উপজেলা মিলনায়তনে ৫ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

‘দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাহিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দীন, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাহাজ্জত হোসেন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রসুল, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা প্রমুখ। মেলায় বিভিন্ন প্রজাতির গাছের ৫০টি স্টল দেয়া হয়েছে।