চুয়াডাঙ্গায় বিষমুক্ত শাকসবজি ও ফলমূল উৎপাদন বিষয়ে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিষমুক্ত শাকসবজি ও ফলমূল উৎপাদন বিষয়ে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল তিনটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা ও রাজশাহী বিভাগের ১৪ জেলার সাথে একযোগে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ।

এ সময় মুখ্যসচিব তিনটি মন্ত্রণালয়ের সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কৃষি কর্মকর্তা ও কৃষকদের সাথে সরাসরি কথা বলেন এবং বিষমুক্ত শাকসবজি ও ফলমূল উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, অধ্যক্ষ (অব.) সিদ্দিকুর রহমান ও অধ্যক্ষ (অব.) শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক প্রবীর কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান, আলমডাঙ্গা কৃষি বিভাগের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দীক ও ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কোঅর্ডিনেশন ম্যানেজার মিজানুর রহমানসহ সরকারি কর্মকর্তা, কৃষক ও সবজিচাষিরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সে মুখ্যসচিব চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী পিন্নাহ ও কলাচাষি আব্দুল কাদেরের সাথে কথা বলেন। মুখ্যসচিব বলেন, খাদ্য উৎপাদনের পর খাদ্য নিরাপদ থাকবে কি-না তা দেখবে জেলা প্রশাসক। ভিডিও কনফারেন্সে অংশ নেন কৃষি মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, খুলনা ও রাজশাহী বিভাগীয় কমিশনার এবং ১৪ জেলার জেলা প্রশাসকগণ।