শান্তি পুরস্কার পাচ্ছেন কিম জং উন!

 

মাথাভাঙ্গা মনিটর: শান্তি ও মানবিকতায় একটি আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার বালিভিত্তিক সুকর্ন অ্যাডুকেশন ফাউন্ডেশন কিম জং উনকে শান্তি, ন্যায়বিচার ও মানবিকতার জন্য সম্মান জানাতে যাচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরে এ পুরস্কার গ্রহণ করবেন তিনি। গত সপ্তাহে কিম জং উনকে পুরস্কার দেয়ার পরিকল্পনার কথা ঘোষণা করে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের রাচমাবতী সুকর্নপুত্রী বলেছেন, নয়া-উপনিবেশবাদী আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য কিম জং উনকে সম্মানিত করা উচিত। এর আগে একই পুরস্কার পেয়েছেন ভারতের অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী ও মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সুচি। এদিকে শান্তি পুরস্কার পাওয়ার এ খবর ছড়িয়ে পড়লে অনেকেই নানা প্রশ্ন তুলে বলেন, যে নেতা কথায় কথায় খুনের নির্দেশ দেন সেই নেতাকে এ পুরস্কার দেয়া হচ্ছে শুনে হতবাক হওয়া ছাড়া আর কি আছে?