মুম্বাই হামলার পরিকল্পনা হয়েছিলো পাকিস্তানে

মাথাভাঙ্গা মনিটর: ২০০৮ সালে ভারতের মুম্বাই হামলার পরিকল্পনা হয়েছিলো পাকিস্তানে এবং ওই দেশ থেকেই হামলাটি পরিচালনা করা হয়। এমন দাবি করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার সাবেক মহাপরিচালক (ডিজি) তারিক খোসা। পাকিস্তানের একটি পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে তারিক খোসা এ কথা বলেছেন বলে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। তারিক খোসা ওই প্রবন্ধে লিখেছেন, ওই সন্ত্রাসী হামলার সাথে জড়িত সন্ত্রাসী ও মূল হোতাদের বিচারের আওতায় আনার বিষয়টি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর নিশ্চিত করা প্রয়োজন। ২০০৮ সালের নভেম্বরে পাকিস্তানের সন্ত্রাসীরা মুম্বাইয়ে হামলা চালায়। এতে ভারতীয় ও বিদেশিসহ ১৬৬ জন মারা যায়। হামলাকারীদের মধ্যে আজমল কাসাব নামের একজনকে আটক করা হয়। পরে ভারতে তার ফাঁসি কার্যকর হয়। হামলাকারীদের মধ্যে বাকিরা নিরাপত্তাবাহিনীর সাথে গোলাগুলিতে নিহত হন। পাকিস্তান প্রথম দিকে ওই হামলার সাথে নিজেদের কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করে। পরে কাসাব ও ওই হামলার মূল পরিকল্পনাকারীরা পাকিস্তানি নাগরিক বলে প্রমাণিত হলে পাকিস্তান বিষয়টি স্বীকার করে নেয়। অবসরপ্রাপ্ত এ কর্মকর্তা মনে করেন, তদন্তে সব বিষয় বের হয়ে এসেছে। তাই পরস্পরকে দোষারোপ না করে দু দেশের আইনি বিশেষজ্ঞদের উচিত, একসাথে বসা।