যুগান্তর প্রকাশক সালমা ইসলামের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে দর্শনায় মানববন্ধন

 

দর্শনা অফিস: ডা. মীমের সনদপত্র বাতিল ও শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী দৈনিক যুগান্তরের প্রকাশক সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানান সাংবাদিকসহ এলাকার সুধী। অভিযুক্ত ডা. নূনযীরুল মোহসেনীন মীমের সনদপত্র বাতিল করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে মানবাধিকার সংগঠন স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দর্শনা-মুজিবনগর সড়কে দর্শনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদসভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর স্বজনের দামুড়হুদা উপজেলা আহ্বায়ক হাসমত কবির। বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের চুয়াডাঙ্গা প্রতিনিধি আহাদ আলী মোল্লা, যমুনা টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম, যুগান্তরের জীবননগর প্রতিনিধি সালাউদ্দীন কাজল, গণ-উন্নয়ন গ্রন্থগারের পরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আবু সুফিয়ান, জাতীয় দলের সাবেক ফুটবলার গিয়াস উদ্দীন পিনা, দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল, সাবেক সভাপতি আওয়াল হোসেন, স্বজনের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইমুল হক টিপু, সাজ্জাদ হোসেন, জনকণ্ঠ দামুড়হুদা উপজেলা প্রতিনিধি স্বরূপ দাস, শিক্ষক হাসেম রেজা, ফয়সাল আহমেদ, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত আলম সোহাগসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি সঞ্চালন করেন যুগান্তরের দামুড়হুদা প্রতিনিধি দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এমপি অ্যাড. সালমা ইসলাম একজন রোগীর খোঁজখবর নিতে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত ডা. মীম অসৌজন্যমূলক আচরণ করে কক্ষ থেকে সালমা ইসলামকে বের করে দেন।

Leave a comment