চুয়াডাঙ্গা স্টেশনে রিকশাচালকের টাকা ছিনতাই

 

স্টাফ রিপোর্টার: সারাদিন রিকশা চালিয়ে অর্জিত ২শ টাকা ও পরিচয়পত্রটা গতরাত সাড়ে ১০টার দিকে এক যুবক ছিনিয়ে নিয়ে চম্পট দিয়েছে। বাংলাদেশ রেলওয়ের চুয়াডাঙ্গা স্টেশনের উত্তরপ্রান্তে এ ঘটনা ঘটে।

স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই খোরশেদ আলম বলেছেন, শুনেছি প্লাটফর্মের ওপর থেকে এক যুবক রিকশাচালকের টাকা ও পরিচয়পত্র ছিনিয়ে পালিয়েছে। ছিনতাইকারী যুবককে ধরার চেষ্টা চলছে।

জানা গেছে, মেহেরপুর মোমিনপুরের মৃত লিয়াকত মণ্ডলের ছেলে সম্রাট শাহজাহান কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা শহরে রিকশা চালিয়ে আসছেন। দিনে রিকশা চালান। রাতে স্টেশনে ঘুমান। মাঝে মাঝে বাড়ি ফিরে টাকা দিয়ে আসেন। গতপরশু বাড়িতে টাকা দিয়ে চুয়াডাঙ্গায় এসে রিকশা চালান। সারাদিন রিকশা চালিয়ে আয় হয়। খাওয়া খরচ বাদ দিয়ে কাছে ছিলো ২শ টাকা। স্টেশনের উত্তরপ্রান্তে গেলে রাত সাড়ে ১০টার দিকে এক যুবক কিলঘুষি মেরে টাকা ও কাছে থাকা পরিচয়পত্র কেড়ে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ সম্রাট শাহাজাহানের।