স্টাফ রিপোর্টার: বোমা হামলায় মারাত্মক আহত হয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের যুগ্মআহ্বায়ক মতিয়ার রহমান টিপু। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের আঠারো মাইল বাজারে এ হামলার ঘটনা ঘটে। মতিয়ার রহমান টিপু সদর উপজেলার লেবুতলা গ্রামের দাউদ লস্করের ছেলে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, যুবলীগ নেতা মতিয়ার রহমান টিপু আঠারো মাইল বাজারে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পর পর দুটি বোমা ছুঁড়ে মারে। বিস্ফোরিত বোমার আঘাতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান। টিপু কুমড়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্মআহ্বায়ক হিসেবে পরিচয় নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আঠারো মাইল বাজারে দুবৃর্ত্তদের ছোঁড়া বোমার আঘাতে টিপু নামের এক ব্যক্তি আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।