মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ার বর্নো প্রদেশের উত্তরপূর্বাঞ্চলে হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করেছে বোকো হারাম। স্থানীয় সময় গত রোববার মালারি গ্রামে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় কৃষক মহা সালেহ বলেছেন, হামলায় নারী ও শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। রাত একটার দিকে জঙ্গিরা হামলা চালায়। তিনি বলেছেন, সেনাদের কাছে বোকো হারামের অবস্থান বলে দেয়ার অভিযোগ তুলে কয়েকটি বাড়িতেও আগুন দিয়েছে। স্থানীয় নজরদারি কমিটির সদস্য গনি মুসা নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।