ভারতে ২৭ কংগ্রেস এমপি সাময়িক বরখাস্ত

 

মাথাভাঙ্গা মনিটর: লোকসভায় চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২৭ জন এমপিকে পাঁচ দিনের জন্য সাময়িক বরখাস্ত করেছেন স্পিকার। সভার ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর জন্য তাদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন স্পিকার। সর্বদল বৈঠক দুঘণ্টা চললেও কোনও সমাধানসূত্র মেলেনি। কংগ্রেস যে সুষমা, বসুন্ধরার  ইস্তফার দাবি থেকে সরছে না, তা আগেই বোঝা গিয়েছিলো। বৈঠকেও সেই অবস্থানেই অনড় থাকে কংগ্রেস। চাপ সত্বেও মাথা নোয়াতে নারাজ মোদিও। ফলে বাদল অধিবেশনে একদিনও সংসদ চলবে কি-না, তা নিয়ে  সংশয় কিন্তু থেকেই যাচ্ছে। অন্যদিকে, ললিতগেট কাণ্ডে রাজ্যসভায় আত্মপক্ষ সমর্থন করলেন সুষমা স্বরাজ। বললেন, প্রাক্তন আইপিএল চেয়ারম্যানের বিদেশযাত্রার জন্য ব্রিটিশ সরকারের কাছে তিনি কোনও কূটনৈতিক ভিসার আবেদন জানাননি। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আজ বিরোধীদের চরম বিক্ষোভের মাঝে নিজের বক্তব্য পেশ করার চেষ্টা করেন বিদেশমন্ত্রী। কিন্তু ওয়েলে নেমে বিক্ষোভ চলতে থাকায় সুষমা স্বরাজের বক্তব্য চলাকালিনই অধিবেশন মুলতুবি করে দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পিজে কুরিয়ন। বন্যায় মৃতদের শ্রদ্ধা জানিয়ে শুরু হয় লোকসভায়।  কিন্তু বিরোধীদের লাগাতার বিক্ষোভে দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন।