দামুড়হুদার হোগলডাঙ্গায় কলেজ উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর

 

কলেজটি এলাকার রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদায় হোগলডাঙ্গা কলেজ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে ফলক উম্মোচন করে কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে হোগলডাঙ্গা কলেজ ব্যবস্থাপনা পরিষদের সভাপতি হাজি নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। তিনি বলেন, শিক্ষার গুণগত মানন্নোয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনগণের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় হোগলডাঙ্গায় যে কলেজটি প্রতিষ্ঠিত হলো তা এলাকার ছেলেমেয়েদের লেখাপড়ায় বিশেষ ভূমিকা রাখবে। আমি আপনাদের সাথে নিয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানকে এলাকার রোল মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মআহ্বায়ক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মাস্টার, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, শিক্ষক আব্দুর রাজ্জাক ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব, আওয়ামী লীগ নেতা ইয়াছনবী, মখলেছুর রহমান, খবির উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ, যুবলীগ নেতা সেলিম উদ্দিন বগা, হযরত আলী, আব্দুস সালাম ভুট্টু, আব্দুল মতিন, জামসেদ মেম্বার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাফায়েতুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হোগলডাঙ্গা কলেজের প্রিন্সিপাল সাজিদুল ইকাব পাইলট।

Leave a comment