২১ সেপ্টেম্বর এক সাথে ঢাকায় আসছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

 

মাথাভাঙ্গা মনিটর: আগামী মাসে এক সাথে বাংলাদেশ সফর করবেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেনমেয়ার। প্রথমবারের মতো ইউরোপের এই দু শক্তিশালী দেশের পররাষ্ট্রমন্ত্রী এক সাথে বাংলাদেশ সফরে আসছেন। এর আগে পৃথকভাবে এই দু দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছিলেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী গত জুনে ফ্রান্স সফর করেন এবং এর ধারাবাহিকতায় ওই দুজন ঢাকায় আসছেন। পররাষ্ট্র সচিব এম শহিদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান। দু দিনের সফরে আগামী ২১ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা রয়েছে দু পররাষ্ট্রমন্ত্রীর। পররাষ্ট্র সচিব আরও জানান, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, সংস্কৃতি ও অন্যান্য বিষয়ে এ সফরে আলোচনা হবে। নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এ সফর অত্যন্ত অভিনব। কারণ এর আগে কখনও এ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একসঙ্গে বাংলাদেশে আসেনি। আশা করা হচ্ছে- এ দু মন্ত্রী নবনির্মিত ফ্রাঙ্কো-জার্মান যৌথ চ্যান্সারি ভবন উদ্বোধন করবেন।