ভারতে বন্যা ও ভূমিধসে ৮২ জনের প্রাণহানি

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের মনিপুর, গুজরাট ও পশ্চিমবঙ্গ রাজ্যে বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে অন্তত ৮২ জনের প্রাণহানি হয়েছে। মনিপুর রাজ্যের চান্দেল জেলার জৌমল গ্রামে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে ২০ জনের মৃতু্য হয়েছে। পুলিশ জানায়, খেংজো মহকুমার জৌমল গ্রামে গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে গতকাল ভূমিধস হয়েছে। এতে বেশির ভাগ ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়েছে। ভারত-মায়ানমার সীমানেত্মর কাছে ওই এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে। আসাম রাইফেলস ও গ্রামবাসীরা ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় বন্যায় নয় ব্যক্তি প্রাণ হারিয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, পশ্চিম মেদিনীপুরে সাতজন ও বাকুরা জেলায় দু জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাওড়া, বাকুরা ও হুগলি জেলায় বন্যা দেখা দিয়েছে।