রাজধানী ঢাকার কাফরুলে বন্দুকযুদ্ধে একজন নিহতরাজধানী ঢাকার কাফরুলে বন্দুকযুদ্ধে একজন নিহত

 

স্টাফ রিপোর্টার: রাজধানীর কাফরুল এলাকায় গতকাল রবিবার রাতে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে এক ব্যক্তি মারা গেছেন। নিহতের নাম সালাম শেখ (৩৫)। পুলিশের দাবি সালাম শেখ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১০ টার দিকে কাফরুলের ভাসানটেক এলাকার ১৩ নম্বর  বাইশটেক রোডে পুলিশ অভিডান চালায়। এ সময় সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিযে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে সালামের লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে নিহত সালাম শেখের বিরুদ্ধে কাফরুলসহ আশপাশের থানায় একডজন মামলা রয়েছে।