চুয়াডাঙ্গায় মাছের বার্ষিক ঘাটতি ৮ হাজার ৬২৭ মেট্রিক টন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে বিশেষ মতবিনিময়

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এরই অংশ হিসেবে গতকাল সাংবাদিকদের সাথে বিশেষ মতবিনিময়ের আয়োজন করে মৎস্য বিভাগ। চুয়াডাঙ্গার আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম জেলায় মাছ উৎপাদন, আমদানির হিসেব তুলে ধরে বলেন, চুয়াডাঙ্গা জেলায় বর্তমানে মাছের বার্ষিক ঘাটতি ৮ হাজার ৬২৭ মেট্রিক টন। বার্ষিক চাহিদা ২৩ হাজার ৭৭ মেট্রিক টনের বিপরীতে ২০১৪ সালে উৎপাদিত হয়েছে ১৪ হাজার ৪৫০ মেট্রিক টন। জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

গতকাল রোববার বেলা ১২টায় জেলা মৎস্য অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে কোরআন তেলাওয়াত করেন আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি মাহতাব উদ্দিন। জেলা মৎস্য কর্মকর্তা মাল্টিমিডিয়ার মাধ্যমে জেলার মৎস্যচাষের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মনিরুজ্জামান। সংবাদ সম্মেলনে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, চুয়াডাঙ্গা জেলায় জলায়তন রয়েছে ৫ হাজার ৫২৮ দশমিক ৯৫ হেক্টর জমি। ২০১৪ সালে রেণুর চাহিদা ছিলো এক হাজার ৫০০ কেজি। অথচ উৎপাদন হয়েছে মাত্র ২৬৫ কেজি। ২০১৪ সালে পোনার চাহিদা ছিলো ৭ লাখ। অথচ পোনা উৎপাদন হয়েছে মাত্র ২১৫৯ দশমিক ৩৩ লাখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের ৪র্থ স্থান অর্জন মাছে ফরমালিনের অপব্যবহার রোধ ও জলাশয় সংরক্ষণ সচেতনতা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তার অংশ হিসেবে সাংবাদিকদের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, সাংবাদিক হানিফ মণ্ডল, ইকরামুল হক পিপুল, বখতিয়ার হোসেন বকুল, আওয়াল হোসেন, হাফিজুর রহমান, আব্দুল আলিম, তৌহিদ তুহিন ও সুজন।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে ঘাতক ফরমালিন রোধ করা সম্ভব। পত্র-পত্রিকায় ফরমালিনের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে বেশি বেশি লিখলে সাধারণ জনগণ সচেতন হবে এবং ফরমালিন মেশানো মাছ, ফলমূল কেনা থেকে বিরত থাকবে।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মৎস্য বিভাগের গুরুত্বপূর্ণ অগ্রগতি বিষয় নিয়ে গতকাল রোববার সকালে মুজিবনগর মৎস্য অফিস সম্মেলনকক্ষে গণম্যাধ্যম ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুজিবনগর প্রেসক্লাব সভাপতি মুন্সি ওমর ফারুক, সম্পাদক শেখ সফি, আহসান হাবিব, সাজন আলী প্রমুখ। এছাড়া গতকাল বিকেলে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে মৎস্য আড়তে মৎস্যচাষ ভিত্তিক উদ্বুব্ধকরণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, কোটচাঁদপুরে গতকাল রোববার মৎস্য সপ্তাহ উপলক্ষে পাঁচলিয়া বকুল সিটি পার্ক সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা মৎস্য অফিস ও মৎস্যজীবীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ওয়ার্ল্ড ফিস অ্যাকুয়াকালচার কর্মকর্তা রামপ্রসাদ কুণ্ড, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, প্রেসক্লাব সভাপতি শেখ নজরুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ইকবাল শরিফ, মৎস্যচাষি জুয়েল হোসেন ও সচীন হালদার। মতবিনিময় শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান মৎস্যজীবীদের মাঝে পরিচয়পত্র বিতরণ করেন।