চুয়াডাঙ্গা শোলমারী গ্রামের স্বর্ণালীর অলিম্পিক লং জাম্পে স্বর্ণপদক লাভ

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলমারী গ্রামের সার্জেন্ট হাফিজের মেয়ে স্বর্ণালী আমেরিকায় স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করে লংজাম্পে স্বর্ণপদক লাভ করেছেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামের ইউসুফ আলীর ছেলে সেনা সার্জেন্ট হাফিজের মেয়ে স্বর্ণালী ওরফে সুইটি বাকপ্রতিবন্ধী। সে ঢাকা মহাখালী প্রয়াস প্রতিবন্ধী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি ঢাকা বিকেএসপিতে টেবিল টেনিস, লং জাম্প ও ১শ মিটার স্পিড খেলায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়। বিকেএসপির সহযোগিতায় সুইটি গত ২৭ জুলাই ন্যাশনাল অলিম্পিকে খেলার জন্য আমেরিকায় যায়। সেখানে গতকাল শনিবার লং জাম্পে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক এবং গত পরশু ১শ মিটার স্পিডে অংশগ্রহণ করে দ্বিতীয় হয়ে রৌপ্যপদক লাভ করে।