কোটচাঁদপুরে কারেন্টজাল জব্দ : জরিমানা আদায়

 

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত শহরের বলুহর বাসস্ট্যান্ড এলাকার দুটি দোকান থেকে ২০ হাজার বর্গমিটার কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছেন। অবৈধ এ কারেন্টজাল দোকানে রেখে বিক্রি করার অপরাধে ব্যবসায়ীদের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল ব্যবসায়ী রতন ও কওছার আলীর দোকান থেকে এ কারেন্ট জাল জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী রতন হালদারকে ৩ হাজার টাকা ও কওছার আলীর কাছ থেকে ৪ হাজার জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ ও সহকারী মৎস্য কর্মকর্তা আলাউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।