আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তা-২০১৫ উপলক্ষে আলমডাঙ্গা মৎস্য অফিসের উদ্যোগে আলমডাঙ্গার গণমাধ্যমের ব্যক্তিদের সাথে ফরমালিন ব্যবহার রোধ, জলাশয়ের সংরক্ষণ সচেতনতা বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা মৎস্য অফিসার মঈনুল ইসলামের সভাপতিত্বে তার কার্যালয়ে মৎস্য সংরক্ষণ আইন, জলাশয় সংরক্ষণ, দেশীয় মাছ রক্ষা ও ফরমালিন ব্যবহার রোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে গণমাধ্যম ব্যক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিভিন্ন গণম্যধ্যমের ব্যক্তিরা তাদের লেখনির মাধ্যমে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সহযোগিতা করবেন বলে জানান। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হামিদুল ইসলাম আজম, সাংবাদিক আতিয়ার রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, শরিফুল ইসলাম রোকন, জামসিদুল হক মুনি প্রমুখ।