অস্ট্রেলিয়াকে হারাতে ইংল্যান্ডের চাই ১২১ রান

মাথাভাঙ্গা মনিটর: অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে ১২১ রান করতে হবে ইংল্যান্ডকে।  পিটার নেভিল ও মিচেল স্টার্কের দুটি অর্ধশতকে এজবাস্টনে শুক্রবার ম্যাচের তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬৫ রান তুলে অলআউট হয় অস্ট্রেলিয়া। আগের দিনের ৭ উইকেটে ১৬৮ রান নিয়ে ব্যাট করতে নেমে এদিন ৯৭ রান যোগ করতে পারে সফরকারীরা। ৬টি চার ও একটি ছয়ে ১০৭ বলে ৫৮ রান করেন স্টার্ক। এ দুজনে অষ্টম উইকেটে তোলেন মূল্যবান ৬৪ রান। ইংল্যান্ডের পক্ষে ৭৯ রানে ৬ উইকেট নেন স্টিভেন ফিন। এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৩৬ রানের জবাবে ২৮১ রান করে স্বাগতিক ইংল্যান্ড। কার্ডিফের প্রথম টেস্টে ১৬৯ রানে জিতে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। পরের টেস্টে লর্ডসে ৪০৫ রানে জিতে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ডের আবার এগিয়ে যাওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র।

Leave a comment