আন্তর্জাতিক মানবপাচারবিরোধী দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনাসভা

 

মেহেরপুর অফিস: আন্তর্জাতিক মানবপাচারবিরোধী দিবস উপলক্ষে আলোচনাসভা করেছে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও শিসউক নামের একটি সংস্থা। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমের জিল্লুর রহমান।

আলোচনাসভায় বক্তারা বলেন, বর্তমানে দালালদের প্রলোভনে বিদেশে মানবপাচার হচ্ছে। বিশেষ করে দালালদের প্ররোচণায় অবৈধ পথে মালয়েশিয়ায় যাওয়ার পথে মেহেরপুর থেকে নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে এসব পরিবার। মানব পাচার রোধে গ্রাম, পাড়া মহল্লায় সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে। জেলার পুলিশ, বিজিবি সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আলোচনাসভায় অংশ নেন। পাচারের শিকার ব্যক্তিদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা প্রদানের কথা বলেন শিসউক প্রতিনিধি।