নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

স্টাফ রিপোর্টার: অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি বৃহস্পতিবার ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান ২০১৫-১৬ অর্থবছরের এই নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন বলে গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতি ছয় মাস পরপর মুদ্রানীতি ঘোষণা হয়ে থাকে। এই মুদ্রানীতির মাধ্যমে ছয় মাস সময়ে অভ্যন্তরীণ বাজারে কোন খাতে কি পরিমান অর্থ সরবরাহ থাকবে সে পরিকল্পনা নেয়া হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে অর্থ সরবরাহ ব্যবস্থাপনা করাই মুদ্রানীতির মূল উদ্দেশ্য।