খুনি ভাড়া করে স্বামীকে খুন করলো স্ত্রী

 

স্টাফ রিপোর্টার: স্বামীকে ভাড়াটিয়া খুনি দিয়ে খুন করে ফেঁসে গেছেন স্ত্রী মুন্নি খাতুন (২৫)। স্বামীর পরকীয়ায় ক্ষুব্ধ হয়ে স্ত্রী মুন্নি ৫০ হাজার টাকায় দু ভাড়াটিয়া খুনিকে দিয়ে খুন করে স্বামীকে। ঘটনাটি ঘটেছে পাবনা শহরতলীর চক ছাতিয়ানী এলাকায়। গত ২১ জুলাই পাবনা জেলার চাটমোহর থানার কাঠগড়া ব্রিজের নিচ থেকে মুন্নির স্বামী মিঠুর (৩০) লাশ উদ্ধার করা করেছে পুলিশ। এ ঘটনায় মিঠুর পরকীয়া প্রেমিকা লাকীকে ২৩ জুলাই ও স্ত্রী মুন্নিকে ২৬ জুলাই আটক করে পুলিশ। গতকাল সোমবার তাদের আদালতে হাজির করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর স্বামী হত্যার বিচার চেয়ে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন স্ত্রী মুন্নি। পরকীয়ার ক্ষুব্ধ হয়ে স্বামী মিঠুকে খুন করা হয় বলে পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন স্ত্রী।