স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টিপাতে কক্সবাজারের দক্ষিণ বাহারছড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত দুইটার দিকে কবরস্থান পাড়ার রাডার স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিসের অপারেশন কর্মকর্তা আব্দুল মজিদ জানান, পাহাড় ধসে চারটি বসত বাড়ি মাটিচাপা পড়ায় হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্থানীয় খায়রুল আমিনের স্ত্রী জুনু বেগম (২৮) ও তার মেয়ে নীহা মনি (৭) এবং শাহ আলম (৪৫), তার স্ত্রী রোকেয়া আক্তার (৩৩) ও তাদের মেয়ে রিনা আক্তার (৯)। শাহ আলম (২৮) ও নুরুন নবী (২২) নামে দুইজনকে জীবিত উদ্ধার করে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।