বাগোয়ান ইউনিয়ন কর্তৃক ফুটবল ও ভলিবল বিতারণ অনুষ্ঠানে- ইউএনও অরুন কুমার মণ্ডল
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল বাগোয়ান ইউনিয়ন কর্তৃক ফুটবল ও ভলিবলের পুরস্কার বিতরণকালে তিনি বলেন, খেলাধুলা মনকে প্রফুল্ল করে। কর্মময় জীবনে আনে ছন্দ। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতি না থাকলে জীবন পরিপূর্ণ হয় না। তাই শুধু সরকারি উদ্যোগের জন্য অপেক্ষা না করে ব্যক্তি কিংবা বেসরকারি পর্যায়ে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে আরো বেশি ভালো উদ্যোগ গ্রহণ করতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে এগিয়ে নিতে হবে এবং বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ করা গেলে দেশ আরো উন্নত হবে।
মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন আয়োজিত ও এলজিএসপি-২ অর্থায়নে গতকাল রোববার দুপুরে পরিষদ হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ফুটবল এবং ভলিবল বিতরণ করা হয়। বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, মুজিবনগর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল হোসেন, মাকছেদুল হক ও ইউপি সদস্য সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম।