ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন : স্বচ্ছ ব্যালট বাক্সে কাউন্সিলরদের সরাসরি ভোট

সভাপতি সোহাগ সাধারণ সম্পাদক জাকির

 

05_saiful+zakir+_Bangladesh+Chhatra+League’s+28th+annual+convention_+(7)

স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে সাইফুর রহমান সোহাগ (২৮) সভাপতি ও জাকির হোসেন (২৫) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী দু বছর তারা ছাত্রলীগকে নেতৃত্ব দেবেন। ছাত্রলীগের দু দিনব্যাপি সম্মেলনের সমাপনী দিন গতকাল রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বচ্ছ ব্যালট বাক্সে কাউন্সিলরদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। ভোট গণনা শেষে রাতে তাদের নাম ঘোষণা করা হয়।

সভাপতি পদে ২ হাজার ৬৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাইফুর রহমান সোহাগ। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২ হাজার ৬৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন। সারাদেশের মোট ১০১টি ও প্রবাসের ১০ ইউনিটসহ মোট ১১১টি ইউনিটের ৩ হাজার ১৮৩ জন কাউন্সিলরের মধ্যে ২ হাজার ৮১৯ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নতুন সভাপতি সাইফুর রহমান সোহাগ ছাত্রলীগের বিদায়ী কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ও নতুন সাধারণ সম্পাদক জাকির হোসেন সহসম্পাদক ছিলেন। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী ও সংগঠনের এ হল শাখার নেতৃত্বে ছিলেন। বিশ্ববিদ্যালয়ে রাজনীতির শুরুতে সোহাগ ছিলেন জিয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সোহাগের বাড়ি মাদারীপুর ও জাকিরের বাড়ি মৌলভীবাজার জেলায়।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে ছাত্রলীগের জাতীয় সম্মেলন উদ্বোধন করেন। সেখানে তিনি অনুর্ধ্ব ২৯ বছর বয়সী প্রার্থীদের মধ্যে প্রত্যক্ষ ভোটে ছাত্রলীগের নেতা নির্বাচনের নির্দেশ দেন। সে অনুযায়ী শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ছাত্রলীগের সাবেক নেতারা প্যানেল নির্বাচনের জন্য দফায় দফায় বৈঠক করেন। শুরুতে সাবেক ছাত্রনেতাদের নিয়ে বৈঠকে বসেন ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। এ বৈঠকে সাবেক নেতারা এক প্রার্থীর বয়স প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে যান। ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের এ বৈঠকে পরে আর কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গতকাল স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে বিদায়ী সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের বক্তব্যের পর সন্ধ্যা সোয়া ছয়টায় শুরু হয় ভোট গণনা। গণনা শেষে রাত আটটা ৯ মিনিটে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু।

এর আগে সকাল ১০টা থেকে সন্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। শুরুতে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সাথে আলোচনা করেন বর্তমান কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু, নির্বাচন কমিশনার মোস্তাফিজুর রহমান মোস্তাক ও শেখ রাসেল। এ সময় অন্যান্যের মধ্যে ছাত্রলীগের প্রাক্তন নেতা জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, একেএম এনামুল হক শামীম, ইসহাক আলী খান পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরুর পর সভাপতি পদে ৮০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৬২ জন প্রার্থী মনোনয়নপত্র কিনে জমা দিয়েছিলেন। বাছাইয়ের পর চূড়ান্ত প্রার্থী ছিলেন সভাপতি পদে ৬৪ জন ও সাধারণ সম্পাদক পদে ১৪২ জন। তবে তাদের বেশিরভাগই ভোট শুরুর আগেই প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ভোটগ্রহণ চলাকালেও অনেকে মৌখিক ঘোষণায় প্রার্থিতা প্রত্যাহার করেন।

প্রধানমন্ত্রীর সাথে নতুন নেতৃবৃন্দের সাক্ষা: ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন গতকাল রাত পৌনে ১০টার দিকে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন। নবনির্বাচিত নেবৃবৃন্দকে অভিনন্দন জানান শেখ হাসিনা। একই সাথে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নতুন নেতৃত্ব নির্বাচিত করতে পারায় বিদায়ী সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে ধন্যবাদ জানান। এ সময় অন্যান্যের মধ্যে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সম্মেলনের নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন আজ: সম্মেলনে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি পরে গঠন করা হবে বলে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন। সম্মেলনের সমাপনী বক্তব্যে বিদায়ী সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ জানান, নবনির্বাচিত নেতাদের নিয়ে তিনি আজ সোমবার ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

সোহাগ-জাকিরের ছাত্র রাজনীতি শুরু যেভাবে: সাইফুর রহমান সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার পর এখন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন। ২০০২ সালে এসএসসি এবং ২০০৪ সালে এইচএসসি পাস করার পর ২০০৫-০৬ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

অন্যদিকে নতুন সাধারণ সম্পাদক জাকির হোসেন ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার পর এখন এমফিল করছেন। পাশাপাশি বঙ্গবন্ধু ল’ কলেজে আইন নিয়ে পড়াশোনা করছেন তিনি। জাকির ২০০৫ সালে নরসিংদীর জামিয়া মাদরাসা থেকে বিজ্ঞান বিভাগে দাখিল পাসের পর ২০০৭ সালে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেন।