ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ইয়াবাসহ শিপন উদ্দিন (২০) ও রিপন মুন্সী (৩০) নামে দু মাদকব্যবসায়ীকে আটক করেছে ৱ্যাব সদস্যরা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ ক্যাডেট কলেজ পার্শ্ববর্তী ঝিনুকমালা আবাসন প্রকল্প থেকে তাদের আটক করা হয়। আটক শিপন ঝিনুকমালা আবাসন প্রকল্প এলাকার খলিল উদ্দিনের ছেলে এবং রিপন ওই এলাকার কাশেম মুন্সীর ছেলে।
ৱ্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৰ্রাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা ঝিনুকমালা আবাসন প্রকল্প এলাকায় অভিযান চালায়। এ সময় ১৮ পিস ইয়াবাসহ শিপন ও রিপনকে আটক করা হয়। ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছিলো।