২১টি গরু ফেরত দিলো বিএসএফ

 

জীবননগর ব্যুরো: ঘাস খেতে খেতে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যাওয়া ২১টি বাংলাদেশি গরু আটকের একদিন পর ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার উপজেলার মেদিনীপুর সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বাংলাদেশি ২১টি গরু বিজিবির হাতে তুলে দেয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশি ২১টি গরু ঘাস খেতে খেতে মেদিনীপুর সীমান্তের ৬২/৯-এস পিলারের নিকট দিয়ে ভারতের ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে ভারতের ১৭৩ ব্যাটালিয়নের পুটিখালী ক্যাম্পের সদস্যরা ওই ২১টি গরু আটক করেন। আটককৃত গরু ফেরত চেয়ে রাতেই বিএসএফকে পত্র দেয় বিজিবি। গতকাল সীমান্তের মেদিনীপুরে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষে গয়েশপুর কোম্পানি কমান্ডার সুবেদার কাজী রবিউল আওয়াল নেতৃত্ব প্রদান করেন। অপরদিকে ভারতের ১৭৩ ব্যাটালিয়নের পক্ষে টুঙ্গি কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রমেশ চ্যাটার্জী নেতৃত্ব প্রদান করেন। পতাকা বেঠক শেষে আটক ২১টি বাংলাদেশি গরু বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ।

Leave a comment