সীমান্ত চূড়ান্ত করতে বাংলাদেশ-ভারত বৈঠক ঢাকায়

স্টাফ রিপোর্টার: সীমান্ত চুক্তির বাস্তবায়ন এবং ছিটমহল হস্তান্তরের চলমান প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে বাংলাদেশ-ভারত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু হয়েছে ঢাকায়। গতকাল প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে। আজ দিনের শুরুতে আবার বৈঠকে বসছেন দু দেশের কর্মকর্তারা। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। উদ্বোধনী দিনের আলোচনা শেষে কোন পক্ষই আনুষ্ঠানিক কোন বক্তব্য বা প্রতিক্রিয়া দেননি। তবে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন সূত্রে যে তথ্য পাওয়া গেছে তাতে জানা গেছে, ছিটমহলগুলো বিনিময়ের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেছেন দুদেশের কর্মকর্তারা। বাংলাদেশের অধিকারে আসা ভারতের ১১১টি ছিটমহলের যেসব বাসিন্দা ভারতের নাগরিকত্ব চেয়েছেন তারা কীভাবে, কখন, কোন পথে দেশটিতে যাবেন তা ঠিক করতে আলোচনা চলছে। দুদেশের ছিটমহলে সম্প্রতি যে জরিপ শেষ হয়েছে তার ফলাফলও পর্যালোচনা করছেন কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে দুদেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সেখানে শুধু ছিটমহল বিনিময়ই নয়, সীমান্তের সোয়া ছয় কিলোমিটার আনডিমার্কেটেড ল্যান্ড রয়েছে। সেগুলো চিহ্নিত করা এবং দু দেশের অপদখলীয় জমিগুলোর মীমাংসা করা বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। গতকালের বৈঠকের বিষয়ে পররাষ্ট্র দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে অতীতে অনেক আলোচনা হয়েছে। এবারের আলোচনায় ছিটমহল বিনিময়ের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।