স্টাফ রিপোর্টার: রাজধানীর সূত্রাপুরে স্বামীকে মাতাল করে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে স্থানীয় বখাটে দু যুবক। গত বুধবার রাত ৩টার দিকে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে তারা।
জানা গেছে, সূত্রাপুর থানার বানিয়ানগর এলাকায় শ্রীখোলা মসজিদের পাশের একটি অ্যার্পাটমেন্টে স্বামীকে জুসের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় ওই দু যুবক। একই সাথে গাঁজাও সেবন করিয়ে স্বামীকে মাতাল করে দোতলার একটি কক্ষে আটকে রেখে নিচ তলায় গিয়ে তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।
ধর্ষিতা ওই নারী জানান, গতকাল রাতেই তার জন্মদিন ছিলো। তার স্বামী রাকিব ওই বাড়ির নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করে। সেই সুবাদে এলাকার ওই দু যুবক তাকে ঘুমিয়ে পড়ার পর কৌশলে ডেকে নিয়ে জুস ও গাঁজা সেবন করিয়ে মাতাল করে আটক করে রাখে। পরে নিচ তলায় এসে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
পরে তার স্বামী সূত্রাপুর থানায় বিষয়টি জানালে তদন্ত কর্মকর্তা রেজাউল হাসান ধর্ষিতা ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ধর্ষিতা বর্তমানে ঢামেকে ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।