বাংলাদেশকেই এগিয়ে রাখছেন লিটন

স্টাফ রিপোর্টার: তৃতীয় দিন ২০ ওভারের বেশি বল করে দক্ষিণ আফ্রিকার কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। লিড নেমে এসেছে ১৭ রানে; তারপরও চট্টগ্রাম টেস্টে নিজেদের এগিয়ে রাখছেন লিটন দাস। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন বলেন, এখনও আমরা এগিয়ে। রান করার জন্য এ উইকেটটা একটু কঠিন। আমরা যদি গতকাল (আজ) শুরুতে দু-তিনটা উইকেট ফেলে দিতে পারতাম, আমাদের জন্য ভালো হতো। তা হয়নি, কিন্তু তার পরও আমরা এগিয়ে আছি।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের জবাবে ৩২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। তবে সোয়া তিনশো রানের স্কোরকেও ভালো মনে করছেন ২০ বছর বয়সী লিটন। ৪ উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শেষ ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান যোগ করে স্বাগতিকরা। এর ৮২ রানই আসে সাকিব আল হাসান-লিটনের জুটিতে। এক সময়ে ৬ উইকেটে বাংলাদেশের রান ছিলো ৩১১। এরপর মাত্র ১৫ রানে শেষ চার উইকেট হারানোয় বড় লিড নিতে পারেনি মুশফিকুর রহিমের দল।